ভারি তুষারপাতের কারণে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।
প্রচণ্ড তুষারপাতের কারণে অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি শহরের জনজীবন বিপর্যস্ত। বরফের আস্তরে ঢাকা পড়েছে রাস্তাঘাট। কোথাও কোথাও বরফের কারণে গাড়ি আটকে থাকায় যোগাযোগব্যবস্থা খানিকটা বিঘ্নিত হচ্ছে। আপাতত টেক্সাসের প্রধান প্রধান সড়কে গতি কমিয়ে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। এ অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন অফিসগামী যাত্রীরা। বরফের পুরু স্তরে গাছপালা-ঘরবাড়িরও বেহাল দশা।
তবে দুর্ঘটনা এড়াতে রাস্তা থেকে বরফ সরাতে কাজ চলছে বলে জানিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ।
ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। এমন বৈরী আবহাওয়ায় টেক্সাসবাসীকে সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে।