ইউক্রেনে ৭ হাজার রুশ সেনা নিহত: নিউইয়র্ক টাইমস

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

ইউক্রেনে ৭ হাজার রুশ সেনা নিহত: নিউইয়র্ক টাইমস

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

তিন সপ্তাহব্যাপী ইউক্রেনে চলা হামলায় রাশিয়ার সাত হাজারের বেশি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে তারা এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রতিরোধের মুখে রুশ সেনারা নিহত হয়েছেন।

ওই কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই সংখ্যা (সাত হাজার) পাওয়া গেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন, ইউক্রেনের দেওয়া সংখ্যা, রাশিয়ার দেওয়া সংখ্যা, স্যাটেলাইট ইমেজ এবং রাশিয়া ট্যাংক ও সেনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন ভিডিও বিশ্লেষণ করে।

তবে ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধের মুখে রাশিয়ার ১৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছেন। যদিও রাশিয়ার দাবি, তাদের ৪৯৮ সেনা প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন।
জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছেন।
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চলমান আলোচনা পরিষ্কার।

এ সংক্রান্ত আরও সংবাদ