প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি ##
সুনামগঞ্জে পবিত্র রমজান উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম আজ রোববার উদ্বোধন করা হয়েছে।
সকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে ও নীলপুর বাজারে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
একটি পরিবার রমজান শুরুর পূর্বে ১ বার ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২লিটার সয়াবিন তেল এবং রমজানের মাঝামাঝি ১ বার ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা ও ২লিটার সয়াবিন তেল ভর্তুকি মূলে পণ্য ক্রয় করতে পারবেন। ২০-৩০ মার্চ ২০২২ পর্যন্ত ১ম ধাপে এ জেলার ২৬টি স্থানে টিসিবি’র ডিলারগণ পণ্য বিক্রয় করবেন।
এসময় সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার; লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সহ মনিটরিং টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মধ্যে টিসিবি;র পণ্যমাসগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জ জেলায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর তত্ত্বাবধানে ১,১৪,৯১০টি পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। সারা দেশের ন্যায় আজ ২০ মার্চ ২০২২ তারিখ থেকে সুনামগঞ্জ জেলার ১,১৪,৯১০টি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। ৩০ মার্চ ২০২২ পর্যন্ত ডিলারদের মাধ্যমে পর্যায়ক্রমে তালিকাভুক্ত উপকারভোগীদের নিকট ১ম ধাপের পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest