প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২
সিলেট সংবাদদাতাঃ
সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল আজ সোমবার (২১ মার্চ)। তবে ঠিক একদিন আগে (২০ মার্চ রবিবার) হঠাৎ করেই সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। এরপর কাউন্সিলরদের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি।
এ কমিটিকে আগামী ২৭ মার্চের মধ্যে লিখিত প্রতিবেদন কেন্দ্রে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এই সময়ের মধ্যে ভোটার তালিকা যাচাই-বাছাই করবে তদন্ত কমিটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কইয়ুম জালালী পংকী, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবু রহমান নজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest