প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
গত ৩ মাসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রমে উন্নতি দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে র্যাব এবং বাহিনীটির সাবেক-বর্তমান কর্মকর্তাদের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনই ওঠার সম্ভাবনা দেখছেন না মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
ভিক্টোরিয়া নুল্যান্ড জানিয়েছেন, র্যাবের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার অত্যন্ত ‘জটিল ও কঠিন’ একটি বিষয়। তবে জটিল হলেও র্যাবের বিষয়টি যুক্তরাষ্ট্র দেখবে বলে জানিয়েছেন তিনি।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশ-মার্কিন অষ্টম অংশীদারিত্ব সংলাপের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভিক্টোরিয়া নুল্যান্ড।
এদিন বেলা ১১টার পর শুরু হওয়া প্রায় দুই ঘণ্টা ধরে সংলাপ চলে। এবারের সংলাপে আলোচ্যসূচিতে না থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের উপর ওয়াশিংটনের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠক শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘এটা (নিষেধাজ্ঞা প্রত্যাহার) নিঃসন্দেহে আজকের আলোচনার একটি জটিল ও কঠিন বিষয়। তবে, বাংলাদেশ সরকার বিষয়টি উত্থাপন করেছে। তারা এ বিষয়ে কী কী উদ্যোগ নিয়েছে তা আমাদের জানিয়েছে এবং র্যাবের কার্যক্রম আরও উন্নয়নের জন্য কী পরিকল্পনা হাতে নিয়েছে, তাও আমাদেরকে দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তবে আমাদের আলোচনার অনেক বিষয়ের মধ্যে এটা খুব কম সময়ই নিয়েছে।’
র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্তরাষ্ট্র দেখবে জানিয়ে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখবো। আমরা সরকারের পরিকল্পনাসহ একটি প্রতিবেদন পেয়েছি এবং এসব বিষয়ে কাজ করতে চাই। নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘র্যাবের কার্যক্রম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি, গত তিন মাসে এসব বিষয় প্রতিকারের ক্ষেত্রে আমরা উন্নতি লক্ষ্য করেছি, যা পররাষ্ট্র সচিব মোমেন আমাদেরকে খোলাসা করেছেন।’
এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, সম্প্রতি র্যাব এবং র্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের উপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব বলেন, ‘এই নিষেধাজ্ঞা কীভাবে সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে তা বাংলাদেশ পক্ষ ব্যাখ্যা করেছে।’
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাতজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest