মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জগন্নাথপুরে তিন প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা অর্থ দন্ড

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জগন্নাথপুরে তিন প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা অর্থ দন্ড

 

হুমায়ূন কবীর ফরীদি##

 

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত এর অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবের বাজার ও উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ২১ মার্চ রোজ  সোমবার  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম। অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় স্প্রাইট ও ফান্ডার ডিলার প্রতিষ্ঠান সবুজ ভেরাইটিজ স্টোরকে ২০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় মুসলিম সুইটমিটকে ৩ হাজার ও রিফাত এন্ড কোং-কে ৫ হাজার টাকা নগদ অর্থ দন্ড করা হয়েছে।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার আইনে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ