প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২
ইউএস বাংলা বার্তা সিলেট প্রতিনিধিঃ
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। গত ২১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২৪ ঘন্টা আগে কেন্দ্রের নির্দেশে এ দুটি আয়োজন স্থগিত করা হয়।
কেন্দ্র থেকে তারিখ পুনঃনির্ধারণের সময় আগের ভেন্যুতেই- অর্থাৎ সিলেট আলিয়া মাদরাসা মাঠেই জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আয়োজনের কথা বলা হয়েছিলো। কিন্তু শনিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে জানা যায়, আলিয়া মাদরাসা মাঠে নয়- সিলেট রেজিস্ট্রি মাঠে হবে সম্মেলন ও কাউন্সিল।
বিষয়টি রবিবার (২৭ মার্চ) সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
তিনি বলেন, ২৯ মার্চ আলিয়া মাদরাসারা মাঠের পার্শ্ববর্তী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও মঙ্গোলিয়া ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। তাই সবদিক বিবেচনায় কেন্দ্রের সম্মতিতে সম্মেলন ও কাউন্সিলের স্থান পাল্টানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থেকে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরবর্তীতে সৃষ্টি হয় একের পর নাটকীয় পরিস্থিতির।
ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন, ‘কেন্দ্রের চাপে’ কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি করপোরেশরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যহার এবং নমিনেশন যাচাই-বাছাই করে একেবারে শেষ মুহুর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণা করাসহ পরিস্থিতি নানা নাটকীয় মোড় নেয়।
সর্বশেষে গত ২৪ মার্চ (বৃহস্পতিবার) জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের পুনঃতারিখ নির্ধারণ করে কেন্দ্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার নেতাকর্মীদের বহুল প্রত্যাশিত কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।
এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্রের একরকম চাপে তিনি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।
এদিকে, কাউন্সিল ও সম্মেলনের নতুন নির্ধারিত স্থান- সিলেট রেজিস্ট্রি মাঠে পুরোদমে চলছে প্যান্ডাল তৈরির কাজ। আজ (রবিবার) সকাল থেকেই মাঠের প্রস্তুতিমূলক কাজগুলো দফায় দফায় পরিদর্শন করছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীসহ কেন্দ্রীয় এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest