টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্টাফ রিপোর্টঃ ক্রাইস্টচার্চে আজ রবিবার (৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজির‌্যান্ড সিরিজের ২য় ও শেষ টেস্ট। হ্যাগলি ওভালে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

মাউন্ট মঙ্গানুই টেস্টে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদের বিপক্ষে প্রথম কোন ম্যাচে জয় দেখেছিল টাইগাররা। সেটাকে অতীত করে আজ রবিবার (৯ জানুয়ারি) নতুন মিশনে একে অপরের মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

এদিকে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন। ওপেনার নাঈম শেখের অভিষেক। ইনজুরির কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড একাদশে এক পরিবর্তন। রাচিন রাবীন্দ্রা বাদ, একাদশে ড্যারিল মিচেল।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ

টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়েগনার ও ট্রেন্ট বোল্ট।

এ সংক্রান্ত আরও সংবাদ