প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
স্থানীয় সময় সোমবার বিকালে নাওমি টুইটারে জানান, “আমি ও আমার হবু বর পিটার নিল আমাদের বিয়ের উৎসব হোয়াইট হাউসে উদযাপনে সুযোগ করে দেওয়ার জন্য আমার নানা (জো বাইডেন) ও পপের (জিল) প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”
জিল বাইডেনের জনসংযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা এলিজাবেথ আলেকজান্ডার নিউ ইয়র্ক টাইমসকে এক ইমেইলে জানান, ১৯ নভেম্বর বিয়ের অুনষ্ঠানের আয়োজন করা হতে পারে। তবে যেহেতু বর-কনে এখনও বিয়ের তারিখ পাকা করেননি তাই বিস্তারিত তথ্যের জন্য অতিথিদের আরও অপেক্ষা করতে হতে পারে।
তিনি আরও লিখেছেন, “বাইডেন দম্পতি, বর-কনে ও তাদের বাবা-মায়েরা বিয়ের উৎসবের সব দিক নিয়ে এখনও পরিকল্পনার পর্যায়ে আছেন এবং আসছে মাসগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ঘোষণা করবেন বলে আশা করছি।”
প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ও তার সাবেক স্ত্রী ক্যালিন বুলের মেয়ে নাওমি এখন ওয়াশিংটনে আইনজীবী হিসেবে কাজ করছেন। আর পিটার নিল ইউনিভার্সিটি অব পেনসিলভ্যানিয়ার আইনের ছাত্র।
হোয়াইট হাউসে প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের বিয়ের উৎসব আয়োজন তুলনামূলক বিরল ঘটনা।
শেষবার মার্কিন প্রেসিডেন্টের এই দপ্তর ও বাসভবনে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ২০০৮ সালে। তখন প্রেসিডেন্ট জর্জ বুশের মেয়ে জেনা বুশের বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল সেখানে। আর ১৯৭১ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হোয়াইট হাউসে নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest