” কথার কথা “

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

” কথার কথা “

“কথার কথা”

— কবি আউয়াল জামান কয়েছ

কথায় চিড়া না ভিজলেও

কথায় ঝরে চোখের জল;

কথায় মানুষ উৎসাহ পায়

কথায় ভাঙ্গে মনোবল!

 

কথায় বন্ধুত্ব হয়

কথায় হয় শত্রুতা;

কথায় ভালোবাসা হয়

কথায় বিরহ ব্যাথা!

 

কথায় প্রেম গভীর হয়

কথায় হয় বিচ্ছেদ;

কথায় মানুষ আপন হয়

কথায় হয় বিভেদ!

 

কথায় ঝগড়াঝাঁটি হয়

কথায় হয় সমাধান;

কথায় বাড়ে মান সম্মান

কথায় হয় অপমান!

 

কথায় মানুষ কষ্ট পায়

কথায় পায় আনন্দ;

কথায় সম্পর্ক গভীর হয়

কথায় হয় কথা বন্ধ।