প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২
তৌফিকুল আম্বিয়া টিপুঃ
নিউইয়র্ক সাবওয়েতে হা’মলার অ’ভিযু’ক্তকে গ্রে’প্তার করেছে পু’লিশ। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের ইস্ট ভিলেজ এলাকা থেকে তাকে গ্রে’প্তার করা হয়। তার নাম ফ্র্যাঙ্ক জেমস (৬১)। পু’লিশের বিশেষ অ’ভিযানে অ’প’রাধী ধ’রা পরে।
নিউইয়র্কের ব্রুকলিনের একটি পাতাল রেল স্টেশনে গত মঙ্গলবার সকালে হা’মলা করা হয়। হা’মলাকারী পাঁচজনের ওপর গু’লি ও বি’স্ফো’রক ব্যবহার করে। এতে ২৩ জন আ’হত হয়। ঘটনার পর কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট এবং গ্যাস মাস্ক পরা একজন কৃষ্ণাঙ্গ শ্রমিককে পু’লিশ স’ন্দেহভাজন হিসেবে তালা’শ করছিল।
হা’মলার পর আ’সামিকে ধরিয়ে দিতে ৪৩ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয় নিউ ইয়র্ক পু’লিশ।
অ’ভিযু’ক্ত বুধবার ম্যানহাটনের একটি ম্যাকডোনাল্ডসের দোকানে গিয়েছিল। একজন তাকে চিনতে পেরে পু’লিশকে খবর দেয়। খবর পেয়ে পু’লিশ তাকে রাস্তা থেকে গ্রে’প্তার করে। তবে অ’ভিযু’ক্ত নিজেই পু’লিশকে ফোন করে জানায় তাকে ধরতে গেলে কোথায় আসতে হবে।
পু’লিশের দাবি অ’প’রাধী ঘটনাস্থলে একাধিক সূত্র রেখে যায়। সেই সূত্র অনুসরণ করেই তাকে ধ’রা গেছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest