বজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আজিজুল হক, বিভিন্ন মহলের অভিনন্দন

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

বজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আজিজুল হক, বিভিন্ন মহলের অভিনন্দন

কুলেন্দ শেখর দাস বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে অবস্থিত ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুইবছর মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ১৮ এপ্রিল অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এছাড়াও দাতা সদস্য পদে ১জন,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১জন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে ৩ জন প্রতিদ্বন্ধীতা করেন। এতে মোট ১৪০৭ জন অভিভাবক ভোটারের মধ্যে ৭৬০ জন ভোটারের উপস্থিতিতে তাদের প্রত্যক্ষ ভোটে  অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত তিনজন হচ্ছেন মো. তাজুল ইসলাম,কবীর আহমেদ,বিল্লাল হোসেন ও চন্দ্রন কুমার তালুকদার,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আছমা আক্তার ও দাতা হিসেবে মোৎ আজিজুল হক এবং  শিক্ষক প্রতিনিধি হিসেবে আরো তিনজনসহ মোট ৯ জন নির্বাচিত হন।

রবিবার দুপুরে ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রিসাডিং অফিসার হিসেবে দিরাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.কামরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচিত ৯জন সদস্যদের উপস্থিতিতে তাদের প্রত্যক্ষ ভোটে আগামী দুইবছরের জন্য এই সুনামধন্য বিদ্যাপীঠ ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি নবনির্বাচিত দাতা সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আজিজুল হককে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি হিসেবে বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আজিজুল হক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চরনারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগদীস সামন্ত,বিশিষ্ঠ সালিশ ব্যক্তিত্ব মো. হেকিম মোড়ল,চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, বিশিষ্ঠ রাজনীতিবিদ বাবু অমর চাঁন দাস,দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.গোলাপ মিয়া,মোঃ কালাই মিয়া ও চানু চৌধুরীসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন হাওরের জনপদে ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়টি স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই বিদ্যালয় থেকে অনেক মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে বর্তমানে সরকারের প্রশাসনিক কর্মকান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আগামীতে দেশকে স্বনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এই বিদ্যালয় হতে অনেক মেধা শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করে দেশের কল্যাণে আত্মনিয়োগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ