প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ৮নং চাকুয়া ইউনিয়নের চাকুয়া নয়বাড়ির বিশিষ্ট শিল্পপতি ও সালিশ ব্যাক্তিত্ব অন্তোষ ভৌমিক পরলোক গমণ করেছেন। তিনি বেশকিছুদিন ধরে হার্ডের সমস্যা ও রক্তশূন্যাসহ নানান রোগে ভূগছিলেন। তিনি গত ২৩ এপ্রিল রোজ শনিবার দুপুর ২টা ১৮মিনিটে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক (মৃত্যুবরণ) গমন করেন। তিনি সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের আপন বড় ভগ্নিপতি।
মৃত্যুকালে স্ত্রী কনিকা ভৌমিক,এক মেয়ে কংঙ্কা ভৌমিক,একমাত্র মেয়ের জামাই (জামাতা) সেনাাবহিনীর কর্মরত সদস্য শ্যামল সরকার, দুই ছেলে নেত্রকোনা জজকোর্টের এ্যাডভোকেট অমিয় ভৌমিক ও অনিক ভৌমিক,একমাত্র আপন ভাই ধর্মপাশা উপজেলার সুখাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক এর সহকারী মেডিকেল অফিসার ডা. সন্তোষ ভৌমিক আত্মীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোণা জেলা শহরের উত্তর সাতপাই এলাকায় স্বপরিবারে নিজ বাসায় বসবাস করে আসছিলেন। ঐদিন সকালে তিনি শরীরে অস্বস্তিবোধ করলে পরিবারের লোকজন তাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সন্ধ্যায় অকাল প্রয়াত স্বর্গীয় অন্তোষ ভৌমিকের মরদেহ তার গ্রামের বাড়ি চাকুয়া (নয়াবাড়িতে) গ্রামে নিয়ে আসা হলে লোকে লোকারন্য হয়ে তাকে এক নজর দেখতে এক হৃদয় বিধারক দৃশ্যর অবতারণা হয়। রাত ১০টায় মরদেহ তার বাগান বাড়িতে নিয়ে সৎকার করা হয়।
তাকে এক নজর দেখতে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন চাকুয়া গ্রামের প্রাক্তন শিক্ষক স্মৃতি মাষ্টার ভৌমিক, চাকুয়া গ্রামের সালিশ ব্যক্তিত্ব রবেন্দ্র বিশ্বাস,সুখাইর হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডা. সন্তোষ ভৌমিক,তার সহধর্মিনী বিভা ভৌমিক,মোহনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার,ব্র্যাক কর্মকতা প্রনয় দাস,দূর্গেশ ভৌমিক উৎপল ভৌমিক লুটন,রতন ভৌমিক,চাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বিজন ভৌমিক (আক্কল),প্রয়াত অন্তোষ ভৌমিকের,প্রয়াতের আপন ভাতিজা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)এর শিক্ষার্থী সৌমিত্র ভৌমিক শুভ প্রমুখ।
নেতৃবৃন্দরা এক শোকবার্তায় বলেন,বিশিষ্ট শিল্পপতি ও সালিশ ব্যাক্তিত্ব অন্তোষ ভৌমিকের অকাল মৃত্যুতে এলাকার এক উজ্জল নক্ষত্রের পতন হয়েছে যা কোনদিন পূরণ হবার নয়। তারা শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আগামী ৫ মে রোজ বৃহস্পতিবার চাকুয়া গ্রামের নিজ বাড়িতে বৃহত্তর পরিসরে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest