সিলেটে জার্নিমেকারস এর জব ফেয়ার

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

সিলেটে জার্নিমেকারস এর জব ফেয়ার

ইউএস বাংলা ডেস্কঃ জার্নিমেকারস জবস এর উদ্যোগে আয়োজিত “মুরারিচাঁদ কলেজ জব ফেয়ার – ২০২২” সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

জব ফেয়ারটি কলেজ ক্যাম্পাসে গত ৬ই এবং ৯ই জানুয়ারি অনুষ্টিত হয়। প্রোগ্রামে ২০ টির অধিক প্রতিষ্ঠান ২০০ এর অধিক শুন্যপদে চাকুরি দেওয়ার জন্য উপস্থিত ছিল।

দুইদিন ব্যাপী এই আয়োজনের, ১ম দিন ছিল ওয়াদানি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ফ্রি ক্যারিয়ার গ্রুমিং ও ট্রেনিং সেশন। উক্ত প্রোগ্রাম শেষে উপস্থিত সকলকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সংক্রান্ত কিছু অসাধারন অনলাইন কোর্সে ফ্রীতে রেজিস্ট্রেশন করানো হয়।

আয়োজনের ২য় দিনে ছিল জবপ্রার্থীদের বিগত ১ সপ্তাহে অললাইনে জার্নিমেকারজবস ওয়েবসাইটে জব এপ্লাইয়ের ভিত্তিতে সিভি যাচাই করে ইন্টারভিউ এর জন্য শর্টলিস্ট করা। এরপর উপস্থিত থাকা ২০ টির অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন জব সিকারদের অন ক্যাম্পাস ইন্টারভিউ নেন।

সর্বশেষে মুরারিচাঁদ কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ এর হাতে কৃতজ্ঞতা স্বরুপ একটি ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং মাননীয় অধ্যক্ষ স্যারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্টানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়াও জব ফেয়ারে যেসকল প্রতিষ্ঠান তাদের ২০০+ শূন্য পদে নিয়োগের সুযোগ নিয়ে এসেছিলেন তাদের কাছে জার্নিমেকার জবস কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এছাড়াও জার্নিমেকার জবস এই অনুষ্ঠান পরিচালনায় অসামান্য অবদান রাখায় প্রশাসন কর্তৃপক্ষ, মুরারিচাঁদ কলেজ বিএনসিসি এবং Canvas Decor এর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছে৷