প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মে ২, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জনকল্যানমুখী বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের ঈদের আনন্দ বঞ্চিত বেঁদে পল্লীর বাচ্চাদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের ঐতিহ্য যাদুঘরের সামনে শতাধিক বাচ্চাদের মধ্যে পাঞ্জাবি, শার্ট ও মেয়েদের কাপড় বিতরণ করা হয়।
বাচ্চার জন্য কাপড় নিতে আসা বেঁদে পল্লীর জোসনা বেগম বলেন, মানুষের কাপড় কিনা দেইখা বাচ্চাটা সারাদিন কানে কানে এসে বলতে থাকত ঈদের মাঝে নতুন কাপড় কিন্না দিবার লাগি। আমরা গরীব মানুষ টেকা কই পাইমু। এহন এমনিতেই বাজার ভালা না। সারাদিন রাস্তায় বইয়া থাকলেও কাস্টমার আহে না। আগের মত রোজী নাই। খাইয়া বাইচা থাকতে পারি না আমার কিসের ঈদ করমু। আজ ঈদের কাপড় পাইয়া আমার বাচ্চাও খুশি আমিও খুশি।
শিশু আফসানা বলেন, সারাদিন মায়ের সাথে রাস্তায় বসে থাকি। লোকে এটা-ওটা দিলে খাই না দিলে না খেয়ে থাকি। সবার ঈদের কাপড় কিনা শেষ কিন্ত আমাদের পরিবারের কেউ এখনো কাপড় কিনি নাই। তারা নতুন কাপড় দেওয়ায় সুন্দর ভাবে ঈদ টা করতে পারবো।
বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস বলেন, আমরা প্রতিবছর ঈদে চেষ্টা করি ছিন্নমূল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে। প্রতিবছর পথশিশুদের দিলেও এবার বেঁধে পল্লীর বাচ্চাদের দিয়েছে। বাচ্চারা নতুন কাপড় পেয়ে অনেক খুশি। আমাদের আশেপাশের সবাই যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।
কাপড় বিতরণের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, শামসুল কাদির মিসবাহ, আমিনুল হক, সংগঠনের সদস্য রিংকু কর, শ্রাবণী চৌধুরী, কিশাল শেখর তালুকদার, অন্তর কর, উজ্জল দাস প্রমুখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest