প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ৩, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত এক বছরে বাংলাদেশের অবস্থান আরও ১০ ধাপ পিছিয়েছে। প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) করা এই বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১৮০ দেশের মধ্যে ১৬২তম। ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২ তম। ২০২২ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স বলছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকারের প্রশ্নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান। ভুটানের অবস্থান ৩৩ তম। অন্যদিকে নেপালের অবস্থান ৭৬, শ্রিলংকার ১৪৬, ভারতের ১৫০, আফগানস্থানের অবস্থান ১৫৬ এবং পাকিস্তানের অবস্থান ১৫৭ তম। পাঁচটি মাপকাঠিতে বিচার করে একটি দেশের সংবাদমাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করছে তা বোঝার চেষ্টা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস।এই পাঁচটি মাপকাঠি হল- রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং নিরাপত্তা।
সবগুলো মাপকাঠির স্কোরের গড় করে তৈরি করা হয় একটি দেশের গ্লোবাল স্কোর। ১০০ পয়েন্টের এই সূচকে যে দেশের স্কোর যত কম, সে দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তত বেশি বলে ধরা হয়।
বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সাংবাদিকদের ভয় ও প্রতিশোধের ভীতি ছাড়া কাজ করা জরুরি: সুইস রাষ্ট্রদূত
আজ ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’। প্রতি বছর ০৩ মে তারিখটি ‘বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস’ হিসেবে পালিত হয়। এ বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-র থিম হলো ‘ডিজিটাল অবরোধের মুখে সাংবাদিকতা’।
দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মত প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক টুইট বার্তায় সুইস রাষ্ট্রদূত লিখেছেনঃ
“ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-তে আমরা মত প্রকাশের স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিই। স্বাধীন এবং নির্ভুল রিপোর্টিং এখন আগের চেয়ে আরও বেশি প্রয়োজন। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সাংবাদিকরা ভয় ও প্রতিশোধের ভীতি ছাড়াই যেনো তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সেটা নিশ্চিত করা জরুরি।”
উল্লেখ্য, প্রতি বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদ্যাপন করা হয় বিভিন্ন রাষ্ট্র তথা সরকারগুলোকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে গণমাধ্যম বা সংবাদমাধ্যমকে দেশ ও দশের স্বার্থে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াটা কতোটা জরুরি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest