সর্বহারা সুনামগঞ্জের শতবর্ষী বটবৃক্ষ || স্বার্থপর পৃথিবী

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ৭, ২০২২

সর্বহারা সুনামগঞ্জের শতবর্ষী বটবৃক্ষ || স্বার্থপর পৃথিবী

 

হুমায়ূন কবীর ফরীদি ##

সুনামগঞ্জের পল্লীতে চন্ডিঢহড় এর তীরে বেড়ে ওঠা শতবর্ষী বটবৃক্ষ আজ সর্বহারা।বসেনা পংকী। চায়াতলে নেই পথচারী। এক সময় সবাই ভূলে যায়। এই হলো ক্ষনিকের পৃথিবী।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী মহাসিং, ডাউকা ও কামারখালী( মহাসিং নদীর শাখা) নদীর মিলনস্থল চন্ডিঢহর এর তীরে দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রামের পূর্ব পার্শ্বে খেয়াঘাট  এর নিকটবর্তী স্থানে বেড়ে ওঠা শতবর্ষী বটবৃক্ষটি কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ডাল-পালা হারিয়ে বিগত ২রা মে ২০২২ ইং হতে নিঃস্ব নিতর দেহে একাকী দাড়িয়ে আছে। মাত্র কদিন আগেও নানাজাতের পাখির কলকাকলীতে মূখরিত থাকতো এই বটবৃক্ষটি।তার শীতল চায়ায় বসে প্রাণ জুড়াতেন পথচারী ও স্থানীয়রা। এমনকি আত্বীয় বাড়ী যাওয়া আসাকালে শতাধিকবার আমি সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি  এই বটবৃক্ষের শীতল ছায়ায় বসে প্রশান্তির নিঃশ্বাস নিয়েছি।

গতকাল ৬ ই মে বন্ধুবর খায়রুল আলম এর মাধ্যমে জানতে পারি এই শতবর্ষী বটবৃক্ষ ঝড়ের তান্ডবে পড়ে সর্বহারা হয়ে পড়েছে। তাই  আজ ৭ ই মে সরেজমিনে ঘুরে দেখি ও জানতে পারি , বিগত ২ রা মে ভোরে সুনামগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের তান্ডবে এই শতবর্ষী বটবৃক্ষের ডাল- পালা দুমড়ে- মুচড়ে ভেঙে পড়ে যাওয়ার পর থেকে এই গাছে পাখ-পাখালির আনাগোনা নেই। গাছটির ধারেকাছে দেখা যায়না পথচারীদের।

এই গাছ সম্পর্কে সিকন্দরপুর গ্রামের ষাট বছর বয়সী সাহেল মিয়া, তেলিকোনা গ্রামের ৭০ বছর বয়সী  সাছুল হক সহ অত্র এলাকার একাধিক প্রবীণ মুরব্বী এই পথ দিয়ে যাতায়াতকারী বয়োঃবৃদ্ধ অনেকে আবেগ আপ্লুত হয়ে তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, জন্মের পর থেকেই দেখে আসছি এই বটবৃক্ষ পাখপাখালির কলকাকলীতে মূখরিত থাকতো। তার শীতল ছায়ায় বসে আমাদের মতো স্থানীয় ও পথচারী হাজার হাজার মানুষ  নিয়েছেন প্রশান্তির নিঃশ্বাস। কিন্তু  গত প্রায় সপ্তাহখানেক ধরে ডাল-পালাহীন এই বটবৃক্ষে পাখি বসা দুরে থাক কোন মানুষ তার ধারেকাছেও বসতে দেখা যায়নি। এই হলো ক্ষনিকের স্বার্থপর পৃথিবী।

 

এ সংক্রান্ত আরও সংবাদ