কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট সোসাইটির (KUDS) সাধারন সভা অনুষ্টিত

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

কলকলিয়া ইউনিয়ন ডেভলাপমেন্ট সোসাইটির (KUDS) সাধারন সভা অনুষ্টিত

ইউএস বাংলা ডেস্কঃ গতকাল ৯ই জানুয়রী ২০২২, কলকলিয়া ইউনিয়ন ডেভলপমেন্ট সোসাইটির একটি সাধারন সভা অনুষ্টিত হয় । এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রবীন মুরব্বি আলহাজ্ব আবুল বশর মোঃ এহিয়া এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের উদোক্তা সদস্য তৌফিকুল আম্বিয়া টিপু। সভায় প্রায় ৫০ জন সদস্য উপস্তিত ছিলেন।

সভায় ২টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। প্রথম এজেন্ডা  ছিল সংগঠনের পুর্নাংগ কার্যকরী পরিষদ গঠনের প্রকৃয়া এবং দ্বিতিয় এজেন্ডা ছিল সংগঠনের শৃংখলা ভংগকারীদের বিরুদ্ধে ব্যবস্তা।

 সভায় দির্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে কলকলিয়া ইউনিয়নের প্রবীন মুরব্বি জনাব আবুল কালাম(সাদীপুর) কে প্রধান করে জনাব শফিকুল ইসলাম (বালিকান্দি), জনাব আজিজুর রহমান ময়না মিয়া(পাড়ার গাও), জনাব হাজী শামসুল ইসলাম (বালিকান্দি) , কলকলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব রফিক মিয়া (পাড়ার গাঁও), জনাব ফারুক আহমেদ (পাড়ার গাঁও), জনাব নুরুল হোসেন (বালিকান্দি) এবং জনাব আবদুল হাসেম (নাদামপুর) সহ ৮ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী সিলেকশন কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে একটি পুর্নাংগ কমিটি গঠন করে আগামী সাধারন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় যারা সংগঠনের শৃংখলা ভংগকরীদের চিন্হিত করে সংগঠনের সকল গ্রুপ থেকে তাদের অপসারন করা।
সভায় কলকলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব রফিক মিয়া উপস্তিত ছিলেন। আলহাজ্ব রফিক মিয়াকে সংগটনের উপস্তিত সকল সদস্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠনের পরে বাংলাদেশে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রফিক মিয়ার সম্মানে একটি সম্বর্ধনার আয়োজন করা হবে।
সংবাদটি ভাল লাগলে লাইক এবং শেয়ার করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ