” ফ্রেন্ডস এসোসিয়েশন ” কর্তৃক অসুস্থ ব্যাক্তিদের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২২

” ফ্রেন্ডস এসোসিয়েশন ” কর্তৃক অসুস্থ ব্যাক্তিদের আর্থিক সহায়তা প্রদান

 

হুমায়ূন কবীর ফরীদি ##

সামাজিক সংগঠন ” ফ্রেন্ডস এসোসিয়েশন ” কর্তৃক শারীরিক অসুস্থ দুই ব্যাক্তির চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

“বন্ধুত্ব, ঐক্য ও  মানবতা” এই স্লোগানকে  সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১ং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ শিক্ষা বর্ষের দেশ-বিদেশে বসবাসরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন” প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, সংস্কৃতি ও জীবনমান উন্নয়ন সহ হত-দরিদ্র মানুষের কল্যানে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ ই মে রোজ বৃহস্পতিবার  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লী এলাকায় বসবাসকারী হত-দরিদ্র অসুস্থ দুই ব্যাক্তির চিকিৎসার্থে ৩৫ হাজার টাকা নগদ অর্থ অসুস্থ এই ব্যাক্তিদের তুলে দিয়েছেন ফ্রেন্ডস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী মোঃ নূর ইসলাম, শক্তিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল হক, ফ্রেন্ডস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আহমেদ, কলকলিয়া বাজার বনিক সমিতি ও ফ্রেন্ডস এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ মোঃ মনসুর মিয়া, ফ্রেন্ডস এসোসিয়েশন এর ক্রীড়া সম্পাদক ছালেহ আহমদ ও ফ্রেন্ডস এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক অজিত দাস প্রমূখ।

এ ব্যাপারে ফ্রেন্ডস এসোসিয়েশন এর  সভাপতি আমিনুল ইসলাম  ও সাধারণ সম্পাদক জামিনুল হক জামিল বলেন, আর্থমানবতার সেবায় সর্বক্ষেত্রে কাজ করার প্রত্যয় নিয়ে দেশ-বিদেশে বসবাসরত ২০০৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে সামাজিক সংগঠন “ফ্রেন্ডস এসোসিয়েশন ” এর আত্ব প্রকাশ হয়েছে। দেশ তথা জাতির কল্যানে সামর্থ্য অনুযায়ী আর্থ মানবতার সেবায় কাজ করতে এই সংগঠন সংশ্লিষ্ট সকল  বদ্ধপরিকর। নেতৃবৃন্দ আরো বলেন, ইতিমধ্যে  সংগঠন এর পক্ষ থেকে সেবা মূলক কাজ চলমান আছে।  কমিটির সবার সহযোগীতায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও উদার গণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমেই ফ্রেন্ডস এসোসিয়েশন ভবিষ্যতেও  অত্র এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ নিরলস ভাবে  কাজ করে যাবে। এই সময় তারা সকল শুভানুধ্যায়ী ও সমর্থকদের কাছে সংগঠনের জন্য দোয়া কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ