সুনামগঞ্জে মাদক,সমস্যা, ভাবনা ও প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

সুনামগঞ্জে মাদক,সমস্যা, ভাবনা  ও প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি ##

এডাব এর আয়োজনে সুনামগঞ্জে মাদক,সমস্যা,ভাবনা ও প্রতিরোধ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এডাব সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ১৮ ই মে রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলা শাখা এডাব এর সভাপতি নির্মল ভট্টাচার্য এর সভাপতিত্বে ও আর ডি এস সুনামগঞ্জ অঞ্চলের পরিচালক মিজানুল হক এর পরিচালনায় মাদক,সমস্যা,ভাবনা ও প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইমরান শাহারীয়ার। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর  ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিলন আহমদ,দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোার্টর মো. শহীদ নুর ও পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইমরান শাহারীয়ার বলেন,মাদকের ভয়াবহতা রোধে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। তাই প্রতিজন পিতামাতাকে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখা একান্ত প্রয়োজন । তাছাড়া এই মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই। যে সমস্ত এলাকায় নেশাজাতীয় দ্রব্য মাদক হিরোইন,ইয়াবা আসছে ও ব্যবহার হচ্ছে তা দমনে আইন শৃংখলা বাহিনীকে অবহিত করার পাশা-পাশি যেকোন মূল্যে তা প্রতিহত করতে হবে। একটি রাষ্ট্রের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। যে জাতি যতবেশী শিক্ষিত এবং মাদক সেবন বিরোধী হবে সেই জাতি ততোবেশী উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ