মহাসচিব মির্জা ফখরুল সস্ত্রীক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

মহাসচিব মির্জা ফখরুল সস্ত্রীক করোনায় আক্রান্ত

ইউএস বাংলা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, আজ মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হন। আগের দিন সোমবার তার স্ত্রী রাহাত আরা আক্রান্ত হন।এখন উত্তরার বাসায় তারা কোয়ারেন্টাইনে থেকে চিকিতসা নিচ্ছেন।

জানা যায় ‘‘ স্কয়ার হাসপাতালের আইসিইউ ও করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানী তত্তাবধায়নে তাদের চিকিতসা চলছে।”

উনাদের দু‘জনই এখন সুস্থ আছেন। তাদের গলায় কিছুটা খুশখুশ কাশি আছে। অন্য কোনো উপসর্গ এখনো দেখা যায়নি।দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।

সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিতসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কয়েক হাজার নেতা-কর্মীর এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে আগামীকাল বুধবার রাজশাহীতে বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাতে যোগ দিচ্ছেন না বিএনপির মহাসচিব।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এ পর্যন্ত করোনায় আক্রান্ত হননি মির্জা ফখরুল। যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ