জগন্নাথপুরে ” উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন ” কর্তৃক ফ্রী চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

জগন্নাথপুরে ” উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন ” কর্তৃক ফ্রী চক্ষু চিকিৎসা

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে ” উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন ” কর্তৃক বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন” এর অর্থায়নে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর ট্রেজারার ও  সুনামগঞ্জ জেলা শাখা মানবাধিকার কাউন্সিল এর আজীবন উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী ” উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন ” এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ হাবিব আলম কোরেশীর সার্বিক সহযোগিতায় এবং সুনামগঞ্জের স্বনামধন্য জনতা চক্ষু হাসপাতাল এর বাস্তবায়নে ২৫ শে মে রোজ বুধবার সকাল ১০ টা থেকে নিজ বাড়ীতে ” বিনামূল্যে চক্ষু চিকিৎসা -২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।

বিনামূল্যে চক্ষু  চিকিৎসা সেবা নিতে আসা ৩ শত ৫০ জন রোগীদের মধ্যে ফ্রী প্রেসক্রিপশন সহ প্রয়োজন মোতাবেক ১২৫টি চশমা, মলম, ড্রপ ও এন্টিবায়োটিক ক্যাপসুল প্রদান করা হয়েছে।

এই চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান,  কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর ট্রেজারার ও  সুনামগঞ্জ জেলা শাখা মানবাধিকার কাউন্সিল এর আজীবন উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ হাবিব আলম কোরেশী, সুনামগঞ্জ শহরের মল্লিক পুরে অবস্থিত জনতা চক্ষু হাসপাতাল এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মশিউর রহমান, ডাইরেক্টর মুহাই মিনুল হক সায়েক,সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম, ফিল্ড ম্যানেজার রিপন কান্তি তালুকদার, রিফ্লাকশনিষ্ট মোঃ মোফাজ্জল হোসেন, মেডিকেল এসিস্ট্যান্ট সোহেল রানা, কাউন্সিলর ঝুমা বেগম, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার লিয়াকত হোসেন অমৃত,  কলকলিয়া বাজারস্থ এলিনা ফার্মেসীর স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক মোঃ আনোয়ার হোসেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সদস্য মোঃ জুনেদ আহমদ, মোঃ মাছুম আহমদ ও মোঃ মারুফ আহমদ সহ সুবিধাভোগী জনসাধারণ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ