প্রয়াত সাংবাদিক আব্দুল তাহিদ স্মরণে জগন্নাথপুরে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

প্রয়াত সাংবাদিক আব্দুল তাহিদ স্মরণে জগন্নাথপুরে শোকসভা ও দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টারঃ

প্রয়াত সাংবাদিক আব্দুল তাহিদ স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাব ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর যৌথ আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের  জগন্নাথপুর প্রেসক্লাব এর যুগ্ম আহবায়ক ও  জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সভাপতি আনজুমানে আল ইসলাহ রানীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ আব্দুল তাহিদ স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাব ও জগন্নাথপুর অনলাইন  প্রেসক্লাবের যৌথ আয়োজনে ৩০ শে মে রোজ সোমবার বিকালে জগন্নাথপুর পৌর সভার হলরুমে জগন্নাথপুর প্রেসক্লাব এর আহবায়ক বিশিষ্ট সাংবাদিক  আলহাজ্ব মোঃ কায়েম চৌধুরীর সভাপতিত্বে ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সাধারন সম্পাদক হুমায়ূন কবির ও কোষাধ্যক্ষ হিফজুর রহমান  তালুকদার জিয়া’র যৌথ পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন।

জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি আবদুল ওয়াহিদ এর স্মৃতিচারণমুলক বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া, আজকের স্বদেশ পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার, জাতীয় দৈনিক আগামীর সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও ইউএস বাংলা বার্তা ডটকম এর বার্তা সম্পাদক প্রবীণ  সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি , প্রয়াত প্রবীণ সাংবাদিক  আব্দুল তাহিদের সুযোগ্য পুত্র রানিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তৈয়বুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিতু মিয়া, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৯নং ওয়ার্ডে কাউন্সিলর ছমির উদ্দিন, সিনিয়র সাংবাদিক ডাক্তার নয়ন রায়, ইকড়ছই গ্রামের বিশিষ্ট মুরব্বি ও শালিস ব্যক্তিত্ব আব্দুল রাজ্জাক, তৈয়ব উদ্দিন ভাণ্ডারী, আব্দুল জব্বার,  খবরটুডের সম্পাদক জাকারিয়া আহমদ, সাংবাদিক আমিনুল হক শিপন, দুলন মিয়া, বিপ্লব দেবনাথ, ফজলু মিয়া ও সাহাব উদ্দিন রাহুল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

শোক সভা শেষে দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর কোর্ট মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালি।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব মোঃ  আক্তার হোসেন  জগন্নাথপুরে সকল সাংবাদিকবৃন্দ কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রয়াত সাংবাদিক আব্দুল তাহিদের পরিবারকে সম্মাননা হিসেবে নগদ ৫ হাজার টাকা পৌরসভার পক্ষ থেকে প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ