যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জুন ১, ২০২২

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে  জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদ দাতাঃ

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

মহানস্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজনে গতকাল ৩০মে রোজ সোমবার বিকাল ৬ঃ৩০ ঘটিকায় কানেকটিকাটের ইষ্ট হার্ডফোর্ডে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

কানেকটিকাট বিএনপির আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপুর সভাপতিত্বে ও কানেকটিকাট বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হিমু এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা  সভায় বক্তব্য রাখেন মোঃ জসিম, মোঃ সোহায়েল, মাহফুজর রহমান, মনির আহম্মদ, রাফি আহমেদ, এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সাবেক সাধারন সম্পাদক সোহেলুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক শরিফুল আহসান হেলাল, যুগ্ম আহবায়ক আশফাকুল তরফদার প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাবেক সাধারন সম্পাদক সোহেলুর রহমান স্বপন।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাঃ মাহফুজর রহমান।

দোয়াতে শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালা দরবারে প্রার্থনা জানানো হয়েছে। মহান আল্লাহ যেন শহীদ জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, সর্বপরি গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন সকল শহীদদের মাগফিরাত কামনা করা হয়েছে।বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদ জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদের এবং দেশবাসীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ