সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে স্বর্ণ জব্দ, যাত্রী আটক

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ২, ২০২২

সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে স্বর্ণ জব্দ, যাত্রী আটক

সিলেট সংবাদদাতাঃ

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ব্যতিক্রমী পন্থায় আনা স্বর্ণের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এবার লাগেজের ভেতরে পাত বানিয়ে আনা হয়েছিল স্বর্ণ। ধরা না পড়তে সেটি সিলভার রং করা হয়। অবশেষে অবৈধ পন্থায় আনা স্বর্ণের চালানসহ যাত্রীকে আটক হলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের জালে

বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের চালানসহ ময়নুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা হয় ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ।

আটক ময়নুল ইসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট বাজার এলাকার ফয়জুর রহমানের ছেলে। তিনি আবুদাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আল আমিন বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ওই যাত্রী লাগেজের ভেতরের রড ফেলে দিয়ে স্বর্ণ দিয়ে উপরে সিলভার রং করে লোহার লম্বা লাঠির মতো রড বানিয়ে স্বর্ণের চালানটি নিয়ে আসনে। ঘষা দিলেই উপরের আস্তরণ উঠে ভেতর থেকে স্বর্ণ বেরিয়ে আসে। জব্দকৃত স্বর্ণ ১ কেজি ১৬০ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা হবে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

এরআগে গত ২৭ মে নেবুলাইজার মেশিনে লুকিয়ে আনা ১১ পিস স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২৪৮) বিমানবন্দরে অবতরণের পর গ্রীণ চ্যানেল যাত্রী মো. আলী আহমদকে (৩৫) স্বর্ণ আছে কিনা চ্যালেঞ্জ করলে অস্বীকার করেন তিনি। পরে তার দেহ ও ব্যাগেজ তল্লাশি করে একটি কার্টুনে নেবুলাইজার মেশিনে লুকানো অবস্থায় ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১পিস স্বর্ণের পাত জব্দ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ