প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি## জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান কর্মস্থলে যোগদান করেছেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশী।
থানা সুত্রে জানাযায়,সুনামগঞ্জের জগন্নাথপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে বিগত ১১ই জানুয়ারী দিবাগত রাতে থানা ভবনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এবং বিদায়ী অনুষ্ঠান শেষে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানকে ফুল দিয়ে বরন করা হয়েছে। তিনি এর আগে ঝিনাইদহ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সুনামগঞ্জের পুলিশ ফাড়িতে দায়িত্ব পালন করেছেন। সাবেক অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সুনামগঞ্জ সদর থানায় বদলী হয়েছেন।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সমাজ থেকে নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক, ধর্ষণ, বাল্যবিবাহ ও চাঁদাবাজি সহ সকল রকমের অপরাধ মূলক কার্যকলাপ বন্ধে নিরলস ভাবে কাজ করে যাবেন। তিনি জগন্নাথপুরকে অপরাধ মুক্ত করার পাশাপাশি অসহায়দের শতভাগ আইনের আশ্রয় নিশ্চিত করতে
তিনি জগন্নাথপুরকে অপরাধমুক্ত ও অসহায়দের শতভাগ আইনের আশ্রয় নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest