প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২
স্টাফ রিপোর্টারঃ
শখের বশে চলমান বন্যার পানিতে রাতের আধাঁরে ছাতক এর হাঁটার হাওরে মাছ ধরতে গিয়ে মিথ্যাচারের শিকার হয়েছেন মর্মে বিবৃতি প্রদান করেছেন ফয়ছল মিয়া।
আজ মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়ছল মিয়া বলেন, বিগত ৩ রা জুলাই দিবাগত-রাত ১০ ঘটিকার সময় নিজ বাড়ী ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শক্তিয়ারগাঁও যাওর পথে একই ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোপাল গ্রাম নিবাসী মুকিদ মিয়া ওরফে শিশুর সাথে তার সাথে দেখা হয়। পূর্ব পরিচয় এর সুবাদে শিশু মিয়া আলাপ চারিতার এক পর্যায়ে ফয়ছল মিয়াকে রাতের খাবার এর জন্য বলেন। শিশু মিয়ার বাড়ীতে খাওয়া দাওয়া শেষে গভীর রাতে ফয়ছল মিয়া বাড়ী ফেরার সময় শিশু মিয়া তাকে বলেন বড়মাছ ধরার জন্য হাওরে জাল পেতেছি চল জাল উঠাবো মাছ যদি ধরা পড়ে তাহলে বাড়ীর জন্য নিয়ে যাবে। শিশু মিয়ার কথায় শখের বশে ফয়ছল মিয়া নৌকা যোগে দুজন মিলে জাল উঠানোর উদ্দেশ্যে ভাতগাঁও ইউনিয়ন পরিষদ এর পশ্চিমে হাঁটার হাওরে পৌছা মাত্রই ভাতগাঁও গ্রামের কয়েকজন জেলের সাথে শিশু মিয়া ও ফয়ছল মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে ভাতগাঁও গ্রামের জেলেরা এই দু’জনকে আটক করে ভাতগাঁও গ্রামে নিয়ে যায় এবং ডাকাত ধরেছে বলে এলাকায় প্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই অপপ্রচারে বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ফয়ছল মিয়া।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, শিশু মিয়া খারাপ আচরণ এর লোক হলেও জাল দিয়ে মাছ ধরে বিক্রি করা তার পেশা আর ফয়ছল মিয়া
একজন ভাল লোক উনি সম্ভবত বড় মাছের নেশায় ওর সাথে মাছ ধরতে গিয়ে ছিলেন। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, এত ছোট নৌকা দিয়ে ডাকাতি করা দুরে থাক চুরি করাও সম্ভব নয়। কেননা এত ছোট নৌকা যে দু’জন উঠলে মনে হবে এই বুঝি ডুবে যায়। অপ্রিয় হলেও সত্য যে যাহারা শিশু মিয়া ও ফয়ছল মিয়াকে আটক করেছে তারা কেউ প্রমান করতে পারেননি নৌকায় বৈঠা ছাড়া অন্য কোনো অস্ত্র ছিল।
এবিষয়ে একান্ত আলাপকালে ফয়ছল মিয়া বলেন, শখের বশে মাছ আনতে গিয়ে বিপদ এর সম্মূখীন হলাম।যা কল্পনার বাইরে। যা মূখে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তা মিথ্যা ও বানোয়াট। বাস্তবতা জেনে শুনে বুজে এই অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমি ভাল বংশের সন্তান আমাকে সসম্মানে বাঁচতে দিন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest