প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২
ইউএস বাংলা ডেস্কঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিষপানে এক যুবক আত্মহত্যা করছেন। নিহতের নাম মোঃ জাবের মিয়া (২৮)। নিহত জাবের শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামের আজব আলী মেম্বারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার দিবাগত রাতে আনুমানিক রাত ৯ ঘটিকায় বিষপান করে। হটাৎ বমি শুরু হলে পরিবারের সদস্যরা বুঝতে পারে সে বিষপান করেছে। দ্রুত অ্যাম্বুলেন্স করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রোগির অবস্থা আশঙ্কাজনক থাকায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান ঐ যুবক।
এবিষয়ে মৃত জাবের মিয়ার ভগ্নিপতি লিজান আহমদের বলেন আমি আমার বাড়ি থেকে মোবাইলে জনতে পারি হটাৎ তিনি বমি করা শুরু করেছে। তার উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।কিন্তু কেন কি কারণে তিনি বিষপান করেছে আসলে আমরা বুঝতে পারছি না।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, তিনি দৈনিক জৈন্তাবার্তা-কে জানান, শাল্লার এক যুবক বিষপান করে, চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে যুবকের মৃত্যু হয়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest