কানেকটিকাট বিএনপির পুর্নাঙ্গ কমিটি, তৌফিকুল আম্বিয়া টিপু সভাপতি আনোয়ার হোসেন হিমু সাধারন সম্পাদক

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২২

কানেকটিকাট বিএনপির পুর্নাঙ্গ কমিটি, তৌফিকুল আম্বিয়া টিপু সভাপতি আনোয়ার হোসেন হিমু সাধারন সম্পাদক

নিজস্ব প্রতিনিধি ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অংগরাজ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে তৌফিকুল আম্বিয়া টিপুকে  সভাপতি এবং আনোয়ার হোসেন হিমুকে সাধারন সম্পাদক করা হয়েছে।

২০১৯ সালের ১০ ডিসেম্বরের ঘোষণাকৃত আহবায়ক কমিটি আজ ১৪ই জুলাই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উত্তর দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকনের মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

এই কমিটিতে  ডঃ গোলাম চৌধুরী ইকবালকে প্রধান উপদেষ্টা এবং জনাব আশফাকুল তরফদার, আব্দুল মান্নান চৌধুরী, সফিউল আলম, তোফায়েল রহমান তপন, আব্দুল ওয়াদুদ, নুরুল আমিন, আলমগীর আলম বেলায়েত হোসেনকে উপদেষ্টা করা হয়।

পুর্নাঙ্গ কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু, সিনিয়র সহসভাপতি এড. ছালেহ উদ্দিন আহমেদ, সহসভাপতি সেহেলুর রহমান স্বপন, শরিফুল আহসান হেলাল, এম হাশেম সেলিম সুলতান।

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু, যুগ্ম সাঃ সম্পাদক রাফি আহমেদ আরিফুল ইসলাম নিপুণ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার রহমান (আরিফ), সহসাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর লাভলু লিখন ভূঁইয়া, দপ্তর সম্পাদক আশিকুজ্জামান কল্লোল, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান অপু, অর্থ সম্পাদক এম রহমান রাজু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রওনক আফরোজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আবু নাসের, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ সাদমান, পরিবেশ জলবায়ু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হেমন্ত পালমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদুর রহমান দিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা রেশমী আক্তার এবং সদস্যরা হলেন মোহাম্মদ এম হোসেইন মিলন, মাসুদ রানা, মিনাল চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ উদ্দিন মুকুল, সুলতান উদ্দিন খান, মামুন ইকবাল, মতিউর রহমান, শাহ্ ফাহিম ইসলাম,  হাজেরা আক্তার, শরিফ খান, মাহফুজ রহমান, রেজিয়া বেগম, নাহিদ জামান, কল্লোল মিঠুন, মোঃ মকবুল হোসেইন, রবিউল আলম সুমন, তাহেরা আহমেদ, প্রদীপ সরকার মোহাম্মদ সোহেল।

আহবায়ক কমিটি হওয়ার প্রায় আড়াই বছর পর কানেকটিকাট অংগরাজ্যের বিএনপি সকল স্তরের নেতা কর্মীদের মতামতের উপর ভিত্তি করে কেন্দ্র থেকে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়। নতুন কমিটির প্রত্যেকেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, পাশাপাশি সকলের কাছ থেকে দোয়া প্রার্থনা করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে এই দায়িত্ব সুচারুরূপে পালনের তৌফিক দান করেন।

উল্লেখ্য, প্রায় দুই দশকেরও বেশী সময় ধরে কানেকটিকাটে বিএনপি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দল দেশের যেকোন ক্রান্তিলগ্নে কানেকটিকাট বিএনপি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দলের প্রাণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রবাসে জনমত প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিকদের দৃষ্টি আকর্ষনে জোড়ালো ভূমিকা রেখে আসছে। কেন্দ্র থেকে প্রাপ্ত স্বীকৃতিতে অঙ্গরাজ্যে বিএনপি সকল স্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দ বয়ে যাচ্ছে। খুব শীঘ্রই একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে দলের নেতৃবৃন্দগন জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ