প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২
কুলেন্দ শেখর দাস বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার এসোসিয়েশন অব টরন্টো,কানাডা সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জে ঈদ পরবর্তী শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ১৬ ই জুলাই রোজ শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার এসোসিয়েশন অব টরন্টো,কানাডা সংগঠনের সভাপতি লায়েক চৌধুরী ও সাধারন সম্পাদক মূর্শেদ আহমদ মুক্তার সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে পৌর শহরের কালিপুর এলাকার শতাধিক অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের নেদারল্যান্ড প্রবাসী জামাতা আশিক ওয়াসি,পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেযর ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,চপলের পূত্র রাফিদ তানজিল হুদা,জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র,সহ সভাপতি শাসসুল আবেদীন রাজন প্রমুখ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন সুনামগঞ্জে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় যখন মানুষ দিশেহারা ঠিক সেই সময়টাতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পাশাপাশি দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিত্তশালীরা সাহার্য্যর হাত বাড়িয়ে জেলাবাসীকে সহযোগিতা করেছেন,এজন্য তিনি জেলা যুবলীগ ওসদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সহযোগিতা অব্যাহত রাখতে সমাজের বৃত্তবানদের প্রতি ও তিনি আহবান জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest