বন্যা পরবর্তী সমস্যা মোকাবিলায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ এর আলোচনা সভা

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২২

বন্যা পরবর্তী সমস্যা মোকাবিলায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ এর আলোচনা সভা

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর  আয়োজনে বন্যা পরবর্তী সমস্যা মোকাবিলায় করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগ এর আয়োজনে ১৭ ই জুলাই রোজ রবিবার উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু’র পরিচালনায় সাম্প্রতিক বন্যা পরবর্তী সমস্যা মোকাবিলায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোঃ আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা.আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূ্ঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুহিন আহমদ দুধু,পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির,আশারকান্দী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আইয়ুব খান, পৌর যুবলীগ নেতা রাজীব চৌধুরী বাবু ও জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগ এর সভাপতি মোঃ আব্দুল মুকিত প্রমূখ।

এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বন্যা পরবর্তী সমস্যা মোকাবিলায় ও ঘর-বাড়ী ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র মানুষকে সহায়তা প্রদানে দলীয় ভাবে করনীয় ও আগামী উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ