ফেসবুক পেইজে ” সুদখোরদের নামের লিষ্ট” শিরোনামে লেখার প্রতিবাদ

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২

ফেসবুক পেইজে ” সুদখোরদের নামের লিষ্ট” শিরোনামে লেখার প্রতিবাদ

 

স্টাফ রিপোর্টারঃ

SYLHET TO WORLD TV নামক ফেসবুক বুক পেইজে ” সুদখোরদের নামের লিস্ট) শিরোনামে লেখার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন মোঃ আব্দুল সুফান সহ আরো অনেকে।

গণমাধ্যমকে দেওয়া  বিবৃতি থেকে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘিপুড়া গ্রাম নিবাসী মৃত মোঃ ডুমাই উল্লাহ’র ছেলে মোঃ আব্দুল সফান, মানিক মিয়া, আফিক মিয়া, আব্দুল খালিক, একই গ্রাম নিবাসী মৃত মোঃ ইসমাইল এর ছেলে মোঃ আব্দুল হক ও মৃত মোঃ মছদ্দর আলীর ছেলে মোঃ নিজাম উদ্দিন সুদের ব্যবসা করেন এমন কথা উল্লেখ করে SYLHET TO WORLD TV নামক ফেসবুক বুক পেইজে ” সুদখোরদের নামের লিস্ট” শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপরে বর্নীত ব্যাক্তিবর্গ ধর্মভীরু, শান্তিপূর্ণ ও সমাজ সচেতন। ইসলাম ধর্মে নিষিদ্ধ এমন কার্যকলাপ করা তাদের পক্ষে সম্ভব নয়। বিধায় এই মানহানিকর অমার্জিত লেখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৭ ই জুলাই রোজ রবিবার বিবৃতি প্রদান করেছেন আব্দুল সুফান।

একান্ত আলাপকালে এবিষয়ে আব্দুল সুফান বলেন, আমি সহ আমরা যাদের বিরুদ্ধে “SYLHET TO WORLD TV” ফেসবুক পেইজে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদেরকে সামাজিক ভাবে হেয়প্রতিন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হয়েছে। আমি নিজে সাংগিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া গ্রামবাসী পরিচালিত লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি পদে আছি ও অন্যান্যরা বিভিন্ন ব্যবসা বানিজ্য করছেন। আমাদের পক্ষে সুদের ব্যবসা করার প্রশ্নই আসেনা। বিধায় এই অপপ্রচার আমলে না নেওয়ার জন্য সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ