দিরাই এর ট্রিফল হত্যা মামলার আসামী আনহার গাজী জেল হাজতে

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

দিরাই এর ট্রিফল হত্যা মামলার আসামী আনহার গাজী জেল হাজতে

 

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

২০১৭ সালের ১৭ জানুয়ারিতে দিরাই  উপজেলার জারলিয়া জলমহালের দখল নিয়ে দু-পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। আলোচিত ট্রিপল হত্যা মামলায় জেল হাজতে রয়েছেন কাওছার গাজী। দীর্ঘ দিন পর ২০ শে জুলাই২২. আদালতে জামিন নিতে হাজিরা দেন ট্রিপল হত্যা মামলার আরেক আসামী কাওছার গাজীর ছোট ভাই আনহার গাজী।আনহার গাজীকে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

আনহার গাজী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মস্তফা গাজীর ছেলে।

উল্লেখ্য,২০১৭ সালের ১৭ জানুয়ারিতে দিরাই  উপজেলার জারলিয়া জলমহালের দখল নিয়ে দু-পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনার পরে প্রদীপ রায়কে প্রধান আসামি করে দিরাই পৌরসভার তৎকালীন মেয়র মোশাররফ মিয়া এবং দিরাই উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ ৩৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন যুবলীগ নেতা একবার হোসেন একরার।

এ সংক্রান্ত আরও সংবাদ