জগন্নাথপুরে কামারখাল চারহাটি হাসামপুর সমাজ কল্যাণ সংস্থা( KCH) এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

জগন্নাথপুরে কামারখাল চারহাটি হাসামপুর সমাজ কল্যাণ সংস্থা( KCH)  এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে কামারখাল চারহাটি হাসামপুর সমাজ কল্যাণ সংস্থা ( KCH) এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২০১৮ সালের জুলাই মাসে সুনামগঞ্জের কামারখাল চারহাটি হাসামপুর গ্রামের তরুণ সমাজসেবীদের হাতে গড়া সামাজিক সংগঠন কামারখাল চারহাটি হাসামপুর সমাজ কল্যাণ সংস্থা( KCH) এর প্রতিষ্টালগ্ন থেকে এই সংগঠন সংশ্লিষ্টদের উদ্যোগে ও দেশ-বিদেশে বসবাসরত অত্র গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় কামারখাল ও চারহাটি হাসামপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ সহ বিভিন্ন ভাবে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সংগঠন এর উদ্যোগে ও অত্র গ্রামের প্রবাসীদের অর্থায়নে ২২শে জুলাই রোজ শুক্রবার বাদ জুম্মা কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান কামারখাল গ্রাম নিবাসী প্রয়াত আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম এর বাড়ী প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কামারখাল ও চারহাটি হাসামপুর গ্রামের ১শত ২১টি পরিবার এর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এই অর্থ বিতরণী পূর্ব সময়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইউনূছ মিয়া, জগন্নাথপুর উপজেলা শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান,  জগন্নাথপুর উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমীরুল ইসলাম দিলসাদ,কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার হাজী কামরুল, সমাজ সেবক কুহিনূর রহমান,  কামারখাল চারহাটি হাসামপুর সমাজ কল্যাণ সংস্থা( KCH) এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী কবির হোসাইন ও সিলেট মহানগর ছাত্র দল এর সহসাংগঠনিক সম্পাদক ও কামারখাল চারহাটি হাসামপুর সমাজ কল্যাণ সংস্থা( KCH) এর সদস্য জুনেদ আহমদ ও  সমাজ সেবক সাদিক রহমান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মালিক, আব্দুল হক, মদচ্ছির মিয়া, করিম মিয়া, যুবরাজ মিয়া,তারা মিয়া, বাছিত মিয়া, ক্বারী তারিফ উদ্দিন, কামারখাল চারহাটি হাসামপুর সমাজ কল্যাণ সংস্থা( KCH) এর সদস্য আলী আহমদ, সুজাত মিয়া,কামরুজ্জামান, সুয়েব আহমদ, আংগুর মিয়া, মোহাম্মদ হোসাইন, মোজাক্কির হোসেন, দিলাল হোসেন, ফাহিদ আহমেদ, সুমন আহমদ, শামসুল আবেদীন মাসুম, মাবিয়া হাসান, আলীম উদ্দিন, আমীন খান, মোহাম্মদ আলী, ইমরাজ আহমদ, সোহাগ আহমদ ও রমজান হোসেন প্রমূখ সহ সুবিধাভোগী জনসাধারণ।

অর্থ বিতরণ এর শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও অর্থ বিতরণী শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হামিদ আলী।

পরিশেষে প্রবাসী মোঃ কবির হোসাইন এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ