ছুরিকাঘাতে শাবিপ্রবির শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২

ছুরিকাঘাতে শাবিপ্রবির শিক্ষার্থী নিহত

সিলেট সংবাদদাতাঃ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল(২২) নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৫ শে জুলাই সন্ধ্যা ৭ ঘটিকার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গাজীকালুর টিলায়  অত্র বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ (২২) এর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে অন্যান্য শিক্ষার্থীরা বুলবুল আহমেদকে বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসে।তার অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে  তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বুলবুল আহমেদকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ও হাতে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। নিহত বুলবুল আহমেদ এর গ্রামের বাড়ী নরসিংদী। ধারণা করা হচ্ছে বুলবুল আহমেদ (২২) ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শাবিপ্রবির শিক্ষার্থী অমিত ভৌমিক বলেন, সন্ধ্যা প্রায় ৭ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের গাজীকালু টিলায় বুলবুল আহমেদ এর রক্তাক্ত দেহ দেখতে পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বুলবুল আহমেদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান বলেন, ছুরিকাঘাতে শাবিপ্রবির শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী বুলবুল আহমেদ এর মৃত্যু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ