দিরাই -শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২

দিরাই -শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

 

দিরাই প্রতিনিধিঃ

যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবী সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বন্যার্তদের ওষুধসহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে সমাপনী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

জানা যায়, গত ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সংগঠনের দিরাই পৌর সদরের কার্যালয়ে বন্যা কবলিত অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ৫দিনব্যাপী পরিচালিত ক্যাম্পে মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে চিকিৎসা ও সংগঠনের অর্থায়নে রোগীদের ওষুধ দেয়া হয়।

পরবর্তীতে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সেনাবাহিনীর দিরাই-শাল্লা মেডিকেল টিমের সাথে যুক্ত হয়ে দিরাই উপজেলার আকিলশাহ বাজার, রজনীগঞ্জ বাজার, পেরুয়া উপস্বাস্থ্য কেন্দ্র, ধনপুর মাদ্রাসা, কাইমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিলনগঞ্জ বাজারে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে। এসব ক্যাম্পে প্রায় ৫হাজার অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। সমাপনী দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, মেজর নাজির হোসেন অভি এএমসি, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক শফিকুল ইসলাম, শাহিদুল ইসলাম নজরুল, কর্পোরাল মো. সুজাউল আলম, চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুদ্দিন আহমদ, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, আশরাফ আহমদ, সমাজকর্মী শাহজাহান সিরাজ, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া চৌধুরী, ইউপি সদস্য শানুর মিয়া, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, মিজানুর রহমান পারভেজ, গণমাধ্যমকর্মী সোহাগ মিয়া, জীবন সূত্রধর, এসএম উমেদ আলী, মুহিবুর রহমান প্রমুখ!

মেডিকেল ক্যাম্প শেষে বিকেলে দিরাই ডাক বাংলার অস্থায়ী সেনা ক্যাম্পে বন্যার্তদের চিকিৎসা সেবায় অবদান রাখায় মেজর নাজির হোসেন অভি ও মেডিকেল টিমকে সম্মাননা প্রদান করে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

উল্লেখ্য, দিরাই শাল্লার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১১ সালে দিরাই- শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র যাত্রা শুরু করে। এর পর থেকে ২০১২ সালে ৭ লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণ, ২০১৩ সালে দিরাই শাল্লার বিভিন্ন স্থানে ১২ টি টিউবওয়েল স্থাপন, ২০১৪ সালে গুণিজন সংবর্ধনা, ২০১৫ সালে ৩৫ জন কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা প্রদান, ২০১৭ সালে ৮৫ জন বেকার মহিলাকে সেলাই মেশিন প্রদান, ২০১৮ সালে বন্যায় ফসল হারানো কৃষকদের মধ্যে ২০০ বস্তা চাল বিতরণ সহ ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সংগঠনের অর্থায়নে ৭০০ অস্বচ্ছল শিক্ষার্থীকে সম্পুর্ন বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করেছে। ২০২২ সালের রামাদ্বানে সুবিধা বঞ্চিত এলাকার ২২ টি মসজিদে ৪৪ জন হাফিজ কে স্পন্সরের মাধ্যমে খতমে তারাবির ব্যবস্থা করেছে!

এ সংক্রান্ত আরও সংবাদ