প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২
স্টাফ রিপোর্টারঃ–
জ্বালানী তেল সহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানী তেল সহ সকল প্রকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয় পার্টি’র আয়োজনে ১০ ই আগষ্ট রোজ বুধবার বিকাল ৫ টায় এক বিক্ষোভ মিছিল জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রফিক উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি’র সাধারন সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি’র প্রচার সম্পাদক এরশাদ মিয়া, জাপা নেতা ফয়জুর রহমান ও আরব আলী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান মোঃ ঝুনু মিয়া, উপজেলা জাতীয় পার্টির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাহার, জাপা নেতা ছোরাব আলী, সামছুল হক, পৌর জাতীয় পার্টি নেতা মোঃ আমীর আলী, আব্দুর রহমান, মোস্তফা মিয়া, উপজেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক সাংবাদিক মোঃ রনি মিয়া সহ অনেকেই।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জ্বালানি তেল সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে।
সরকার যদি জনগণের ভাষা বুঝতে না পারে তাহলে তাদেরকে চরম মৃল্য দিতে হবে। তারা আরো বলেন, জাতীয় পার্টি’র ৯ বছরের শাসনামলে জনগণ শান্তিতে ছিল বলেই সেই স্বর্নযুগে মানুষ পূনরায় ফিরে যেতে চায়।
বক্তারা দেশ ও জনগনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচী পালনের জন্য দলীয় নেতা-কর্মী সহ জনগণের প্রতি আহবান জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest