প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২
হবিগঞ্জ সংবাদদাতাঃ
সৌদি আরবে নির্যাতনের শিকার তরুণী শিল্পী আক্তার দেশে ফিরেছেন। তার দেশে ফেরায় আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা। আনন্দের শেষ নেই শিল্পী আক্তারের মধ্যেও। গতকাল মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফিরেছেন। শিল্পী আক্তার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তৈইগাঁও গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
শিল্পীর বড় ভাই লিটন মিয়া বলেন, আমার বোনকে দেশে আসার কথা বললেই তারা নির্যাতন করতো। মারধর করতো। ঘরে আটকে রাখতো। দেশে ফোনে কথা বলতে দিতো না। এখন আমার বোন ভালো আছে। গত ১৪ আগস্ট সে দেশে ফিরেছে। আর মঙ্গলবার রাতে বাড়ি পৌঁছেছে।
তার বাবা আব্দুল মজিদ বলেন, সৌদি আরবে মেয়েটি দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। তাকে মারধর করতো মালিক। ঠিকমতো খেতে দিতো না। সরকার, সৌদি দূতাবাস ও সাংবাদিকদের কারণে দ্রুত মেয়েকে ফিরে পেয়েছি। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নির্যাতনের বর্ণনা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে শিল্পী আক্তার বলেন, মালিক ও তার পরিবারের সদস্যরা অমানবিক নির্যাতন করতো। খাবার দিতো না। ভুল-ত্রুটি হলেই লাঠি দিয়ে পেটাতো, গালিগালাজ করতো। এমনকি মা-বাবার সঙ্গেও যোগাযোগ করতে দিতো না। দেশে ফেরার সময় সব জিনিসপত্র রেখে দিয়েছে তারা।
আহম্মদাবাদ ইউপির ১নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ বলেন, দুদিন আগে মেয়েটি বাড়ি ফিরেছে। বিষয়টি শুনে আমাদেরও ভালো লাগছে। আমরাও এতে খুশি হয়েছি। একজন গরিব মানুষ বিদেশে কষ্ট করছিল এটি শুনে আমাদেরও খারাপ লাগছিল।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, মেয়েটি দেশে ফিরেছে শুনে ভালো লাগছে। বিষয়টি জানার পর আমাদের খুব খারাপ লাগছিল। আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি।
উল্লেখ্য, সৌদি আরবে মালিক ও তার পরিবারের সদস্যদের নির্যাতনের শিকার হচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাটের তরুণী শিল্পী আক্তার এমন একটি ভিডিও কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন। শেষ পর্যন্ত তিনি উদ্ধার হয়ে বাড়ি ফিরেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest