প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২
কুলেন্দ শেখর দাস, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন সহোদরের মধ্যে দুই সহোদরের মৃত্যু এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) । এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন।
আজ ৩০ শে আগষ্ট রোজ মঙ্গলবার দুপুৃরে আকস্মিক বজ্রপাতের সময় তারা ছোট নৌকায় করে শালদীঘা হাওরের মাছ ধরার সময় এ হতাহতের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন সহোদর মিলে নৌকাযুগে শালদীঘা হাওরে নিয়ে বাশের ছাই নিয়ে মাছ ধরতে যান। হাওরে ছাই পাতার এক পর্যায়ে বজ্রাঘাতে দুইসহোদর ঘটনাস্থলে মারা যান আরেক ভাই আহত হন। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রাঘাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest