রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করবে সরকার

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করবে সরকার

 

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

রাশিয়া থেকে ৫ লাখ টন গম কিনবে সরকার। যার মূল্য ডলারে পরিশোধ করা হবে।

বুধবার (৩১ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে রাশিয়া থেকে যে ৫ লাখ টন গম আমদানি করা হবে, তার মূল্য পরিশোধ করা হবে ডলারে।

এছাড়া ভারত থেকে ১ লাখ টন এবং ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ লাখ টন চাল আমদানি করা হবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের জানান, এসব গম ও চাল জি টু জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে আনা হবে।

সুত্রঃ দেশ রূপান্তর

এ সংক্রান্ত আরও সংবাদ