২০২৪ সালের নির্বাচনে হিলারি দাঁড়াবেন না

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

২০২৪ সালের নির্বাচনে হিলারি দাঁড়াবেন না!

সাবেক-পররাষ্ট্রমন্ত্রী-ও-ফার্স্ট-লেডি-হিলারি-ক্লিনটন

ইউ এস বাংলা বার্তা ডেস্কঃ

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে হেরেছেন। ডেমোক্রেটদের মধ্যে এখনও হিলারি ক্লিনটনের ব্যাপক সমর্থন রয়েছে। কোনো কারণে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী না হলে হিলারিকে প্রেসিডেন্ট পদে ২০২৪ সালে প্রার্থী করার জন্য একটা রাজনৈতিক গুঞ্জন বেশ জোরালো মার্কিন উদারনৈতিকদের মধ্যে।

সিবিএস নিউজের একটি অনুষ্ঠানে সাংবাদিক নোরা ও’ডোন্যাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার তাঁকে সরাসরি ২০২৪ সালের প্রার্থিতা নিয়ে প্রশ্ন করেন। জবাবে হিলারি স্পষ্টতই জানিয়ে দেন, তিনি প্রার্থী হবেন না। তবে নির্বাচনে আমেরিকার গণতন্ত্রকে শ্রদ্ধা করেন, আইনের শাসনকে ঊর্ধ্বে তুলে ধরেন এবং প্রতিষ্ঠানগুলোকে সম্মান করেন এমন প্রার্থীর বিজয়ের জন্য যা করা দরকার তা তিনি করবেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রার্থী হলে কি তিনি প্রার্থী হবেন, এমন প্রশ্নের জবাবে হিলারি ‘না’ বলেন। তিনি উত্তর দিয়ে বলেন, ট্রাম্পের প্রার্থী হওয়াই উচিত নয়। ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হতে ইচ্ছে করলে রিপাবলিকান দল থেকেই তা ঠেকানো উচিত। রিপাবলিকানদের উদ্দেশে তিনি  জেগে ওঠার এবং ট্রাম্পকে সর্বাবস্থায় পরাজিত করে বাড়ি পাঠানোরও আহ্বান জানান তিনি।

হিলারি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বিশ্ব ঘুরে বেড়িয়েছেন। সারা বিশ্বে গণতন্ত্রের পক্ষে লোকজনের সামনে কথা বলেছেন। ২০১৬ সালের নির্বাচনে জনপ্রিয় ভোটে এগিয়ে থেকেও ইলেকট্রলেট ভোটে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। এ পরাজয়ের পর এক মুহূর্তের জন্যও তিনি নিজেকে বিজয়ই দাবি করার চিন্তা করেননি। অথচ গত নির্বাচনে ট্রাম্প হেরে গিয়ে ভোটের ফলাফল পাল্টে দেয়ার উদ্যোগ এবং নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করাকে গণতন্ত্রের প্রতি চরম অবমাননা বলে তিনি মনে করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ