“শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” স্লোগানে শান্তিগঞ্জের রাজপথ প্রকম্পিত

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

“শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” স্লোগানে শান্তিগঞ্জের রাজপথ প্রকম্পিত

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপি শান্তিগঞ্জ বাজারে বিএনপি-জামায়াত শিবিরের নৈরাজ্যের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জনসমুদ্রে রুপান্তরিত হয় শান্তিগঞ্জ বাজার। পরবর্তী বেলা ১ ঘটিকায় পরিকল্পনা মন্ত্রী’র হিজল বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় শান্তিগঞ্জ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও আ’লীগ নেতা হাসনাত হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিক খান, শফিকুল ইসলাম,জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম,সাবেক দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এনামুল কবির, আরটিএন নিজাম উদ্দিন, সমুজ আলী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা,সহ সভাপতি রিপন তালুকদার,জুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান, যুবলীগ নেতা মাহবুব আলম রুবেল, মাজহারুল ইসলাম মঈনুল,উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শহীদ মিয়া, পুর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম,প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, যুবলীগ নেতা মাহবুব আলম রুবেল,আফরোজ মিয়া,জুসেন আহমেদ, আবু খালেদ চৌধুরী রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার,সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সহ সভাপতি দিলন আহমেদ, আল মাহমুদ সুহেল, সমীরণ দাস সুবির, নিতাই দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,সাংগঠনিক সম্পাদক রায়হান কবির, সাইফুর রহমান মুয়াজ,শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফকরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আফজাল হুসাইন সহ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও পথসভায় ‘শেখ হাসিন ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,মান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হাসনাত ভাই ভয় নাই রাজপথ ছাড়িনাই স্লোগানে রাজপথ প্রকম্পিত।

এ সংক্রান্ত আরও সংবাদ