প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২
*মানুষ মাত্রই ভুল হয়*
সংকলনেঃ মাওঃ মুফতি মোঃআবু সাঈদ সৈয়দ।
★★★মানুষ প্রতিনিয়ত জেনে বা না জেনে অসংখ্য ভুল করে থাকে ৷
বান্দার উপর মহান আল্লাহর অশেষ রহমতের একটি দিক হলো, তিনি বান্দার ভুল, মনভোলা, বাধ্যগত এবং অনিচ্ছাকৃত ভুলের গুনাহকে ক্ষমা করে দেন।
(সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি)।
*হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:*
إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
আল্লাহ আমার উম্মতের ভুল, মনে না থাকা এবং বাধ্য হয়ে করা কাজ ক্ষমা করে দিয়েছেন।
[ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ২০৪৩; বিভিন্ন শাহিদের ভিত্তিতে হাদিসটি সহিহ]।
*১. না জানার কারণে ভুল:* ধরুন, কারো কাপড় নাপাক।
কিন্তু সে এটি জানতো না। এটি নিয়ে নামাজ পড়েছে। এমতাবস্থায় তার গুনাহ হবে না।
*২. মনে না থাকার কারণে ভুল করা:* ধরুন, কেউ রোজা রেখেছে। হঠাৎ মনের ভুলে কিছু একটা খেয়ে ফেলেছে। তার কোনো গুনাহ হবে না।
তেমনি, কেউ অনিচ্ছাকৃতভাবে মনের মাঝে আজে বাজে চিন্তা করে ফেলে।
ইচ্ছা ব্যতীত হলে এটি মাফ।
*৩. অন্যায় কাজ বাধ্য হয়ে করা:* বর্তমানে কিছু কিছু দেশে মুসলিমদেরকে জোর করে মদ খাওয়ানো হয়, দাড়ি কাটতে বাধ্য করা হয়, নারীদেরকে বেপর্দা হতে বাধ্য করা হয়। এমতাবস্থায় তারা যদি মনে মনে আল্লাহর বিধানের প্রতি সৎ থাকে, যথাসাধ্য মেনে চলতে চেষ্টা করে, কিন্তু পরিস্থিতির কারণে এসব মেনে নিতে বাধ্য হয়, তবে তাদের কোনো গুনাহ হবে না।
*৪. ভুলের কারণে আল্লাহর পক্ষ থেকে আশার বাণী:* ভুলে কোনো অন্যায় করা, মনে না থাকা থেকে কোনো অন্যায় করা কিংবা বাধ্য হয়ে অন্যায় করার ব্যাপারে আল্লাহ তা‘আলা বলেন:
لَا یُکَلِّفُ اللّٰهُ نَفۡسًا اِلَّا وُسۡعَهَا ؕ لَهَا مَا کَسَبَتۡ وَ عَلَیۡهَا مَا اکۡتَسَبَتۡ ؕ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِیۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ۚ
আল্লাহ কারো উপর সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। সে ভালো যা উপার্জন করে, তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে, তার প্রতিফলও তার উপরই।
হে আমাদের রব! যদি আমরা মনভোলা হয়ে যাই অথবা ভুল করে বসি, তবে আপনি আমাদের পাকড়াও করবেন না। [সুরা বাকারাহ, আয়াত: ২৮৬]।
*আল্লাহই সবচেয়ে জ্ঞানী*
*আল্লাহুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ;*
*আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন ৷*
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest