প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২২
প্রতীকী ছবি
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
যুদ্ধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ইউক্রেন থেকে ৫১ হাজার টন গম আসছে বাংলাদেশে। গত ২৮ সেপেটম্বর ম্যাগনাম ফরচুন নামে একটি জাহাজ গমের চালান নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের উদ্দেশে। শুক্রবার দেশটির অনলাইন নিউজ পোর্টাল ইউক্রেন অ্যাগ্রো কনসাল্ট ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া আগ্রাসন শুরু করলে ইউক্রেন থেকে পণ্য রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশেও গম আমদানি বন্ধ হয়ে যায়। প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আবারও দেশটি থেকে গম আমদানি শুরু হলো।
ইউক্রেন অ্যাগ্রো কনসাল্ট ডটকমের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের দেশগুলোর জন্য ১ লাখ ১৫ হাজার টন কৃষিপণ্য নিয়ে চারটি জাহাজ ইউক্রেনের চারনোমরোস্ক ও ইউঝনি বন্দর ছেড়েছে। দেশটির অবকাঠামো মন্ত্রণালয়ের ফেসবুকে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইউক্রেন অ্যাগ্রো কনসাল্ট ডটকম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest