তাহিরপুরে হাতা-হাতির ঘটনায় একজন নিহত

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২

তাহিরপুরে হাতা-হাতির ঘটনায় একজন নিহত

 

হুমায়ূন কবীর ফরীদি ##

তাহিরপুর এর পল্লীতে পূর্ব বিরোধ এর জের ধরে হাতা-হাতির ঘটনায় রহমত(৫৫) নামক এক ব্যাক্তি মৃত্যু বরন করেছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বীরনগর গ্রাম নিবাসী ফজুর রহমান এর ছেলে মোঃ রহমত আলীর সাথে একই গ্রাম নিবাসী মোঃ মন্ডল হোসেন এর ছেলে মোঃ কিবরিয়া মিয়া’র মধ্যে জায়গা -জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। আজ ১ লা অক্টোবর রোজ শনিবার দুপুর ১২ঘটিকার সময় কিবরিয়া বাড়ীর সামনে বনকাটতে থাকলে রহমত আলী বাধা প্রধান করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতা-হাতিতে জড়ান এবং রহমত আলী মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রহমত আলীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।

নিহতের ভাই আলী মর্তুজা মুঠোফোনে আলাপকালে বলেন, বাড়ীর সীমানা নিয়ে কিবরিয়ার সাথে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলছে। বিচার শালিসির মাধ্যমে সীমানা নির্ধারণ করা হলেও সমাধান হয়নি। এর জের ধরে আজ এঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছি।

এবিষয়ে  তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান বলেন, নিহত রহমত আলীকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছেন। কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানাযাবে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ