পারমাণবিক কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

পারমাণবিক কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া

 

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের প্রধান ইহোর মুরাসেভকে আটক করেছে রাশিয়া৷ খবর বিবিসির।

জানা গেছে পারমাণবিক কেন্দ্র থেকে বের হয়ে গাড়িতে করে এনারহোদার দিকে যাচ্ছিলেন তিনি৷ ওই সময় তাকে আটক করে চোখ বেঁধে এনারহোদারের একটি বন্দিশালায় নিয়ে যাওয়া হয়।

তবে পারমাণবিক কেন্দ্রের পরিচালককে আটকের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

এদিকে যুদ্ধের শুরুতেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে রাশিয়া৷ এটি ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক কেন্দ্র৷

বর্তমানে কেন্দ্রটির বিদ্যুৎ রাশিয়ার গ্রিডের সঙ্গে যুক্ত করার চেস্টা চালাচ্ছেন রুশ ইঞ্জিনিয়াররা৷

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার গ্রিডে বিদ্যুৎ সংযোগ যুক্ত করতে অস্বীকৃতি জানানোয় রুশ সেনারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধানকে গ্রেফতার করেছে৷

সূত্র: বিবিসি

এ সংক্রান্ত আরও সংবাদ