প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২
*জুমু’আ বারের বেশি নেকী সম্বলিত বিশেষ একটি আমল-*
“জুমু’আর দিনে যে ব্যক্তি
১। ভালভাবে গোসল করবে
২। ওয়াক্ত হবার সাথে সাথে
৩। পায়ে হেটে মসজিদে যাবে
৪। ইমামের নিকটবর্তী স্থানে বসবে
৫। মনোযোগ দিয়ে খুতবা শুনবে
৬। খুতবা চলাকালে কোনো কথা বা কাজে লিপ্ত হবে না ; সে প্রতি কদমে এক বছরের রোযা ও এক বছরের নামাযের নেকী পাবে।”*
(আবূ-দাউদ 345, তিরমিযী 496, ইবনে মাযাহ 1087)
হাদীসটির সনদ সহীহ।
হযরত মুল্লা আলী কারী রহ. বলেন- এত অধিক নেকী সম্বলিত আর কোনো সহীহ হাদীস আমরা শুনিনি।
উপরোক্ত ৬টি কাজের মধ্যে শুধু একটি কাজ কিছুটা কঠিন। সেটি হচ্ছে ওয়াক্ত হবার সাথে সাথে মসজিদের দিকে রওনা হওয়া।
জুমু’আ ও যোহরের ওয়াক্ত একই সময় শুরু হয়।জুমু’আর ওয়াক্ত সাধারণত ১২টা, ৫-১০ মিনিটে
অথবা ১২টা হতে, ৫-১০ মিনিট আগে শুরু হয়।
সুতরাং যেদিন আপনি এ আমলটি করতে চান সেদিন বা আগের দিন বৃহস্পতিবার মসজিদে রাখা নামাযের সময়সূচির ক্যালেন্ডার দেখে যোহর তথা জুমু’আর ওয়াক্ত কখন শুরু হয় তা জেনে নিতে পারেন।
উপরোক্ত ৬টি কাজের বিনিময়ে প্রতি কদমে ১বছর অর্থাৎ প্রায় ৩৫৫ দিনের নফল রোযা এবং ১বছর অর্থাৎ প্রায় ৩৫৫ দিনের নফল নামাযের নেকী পাওয়া যাবে।
*যদি আপনার বাড়ি হতে মসজিদে যেতে ৫০০ কদম লাগে তাহলে আপনি ৫০০ গুনন ৩৫৫ অর্থাৎ এক লক্ষ ৭৭হাজার ৫০০ দিনের রোযা এবং এক লক্ষ ৭৭হাজার ৫০০ দিনের নামাযের নেকী পাবেন* *সুবহানাল্লাহ*
*এ আমলটি মাসে একবার, অন্ততপক্ষে বছরে ২/৪ বার করার চেষ্টা করি এবং নিজের পরিবার ও অন্যদের মাঝে আলোচনা করে তাদেরকে আমলটি করতে উত্সাহিত করি।*
লেখক –
মুফতি মাওঃমোঃ আবু সাঈদ সৈয়দ।
সুপারিন্টেন্ডেন্ট।
হাতিয়া, নাচনী ও বেতাউকা পীর আকিল শাহ নেছারিয়া দাখিল মাদরাসা।
দিরাই, সুনামগঞ্জ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest