জগন্নাথপুরে “মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট” কর্তৃক মেধাবৃত্তি বিতরণ

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

জগন্নাথপুরে “মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট” কর্তৃক মেধাবৃত্তি বিতরণ

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে “মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট” কর্তৃক মেধাবৃত্তি বিতরণী অনুষ্ঠান -২০২২ও ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিকান্দী গ্রাম নিবাসী প্রয়াত মন্তাজুর রহমান সাহেবের পরিবারবর্গের হাতে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট ” কর্তৃক প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা ও স্বাস্থ্য সহ গৃহহীন মানুষের গৃহ নির্মাণ সহ নানাভাবে আর্তমানবতার সেবায় কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান উপলক্ষে ৩০ শে এপ্রিল রোজ মঙ্গলবার বিকালে কলকলিয়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ কলকলিয়ার সভাপতি সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আটপাড়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষক কাজল বনিক ও পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ কামাল হোসেন এর পরিচালনায় মেধাবৃত্তি বিতরণী অনুষ্ঠান -২০২২ ও ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রিয়জন ফাউন্ডেশন এর সভাপতি ও মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিনিউটি নেতা মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচ এম আজমল, হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) ফাউন্ডেশন এর অন্যতম ট্রাস্টি ব্যাংকার তালিমুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ নূরুল আমীন, মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্টের সদস্য মোঃ খায়রুল ইসলাম এর সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী মিসেস সুলতানা ইসলাম, প্রিয়জন ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক মোঃ এনামুল হক লিলু, সহ-সভাপতি শফিক আহমেদ, বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা তরিকুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ফয়জুল হক, নজরুল ইসলাম,পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর শিক্ষক আবুল কালাম, মহিবুর রহমান, বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনরুল হক, মন্তাজুর রহমান ট্রাস্টের সদস্য যুক্তরাজ্য প্রবাসী কানিজ ফাতেমা ইসলাম, শিক্ষার্থী তাহিয়া আঞ্জুম রাইদা ও ঈশিতা দাশ রাখি প্রমূখ।
আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তার এর কোরান তেলাওয়াত ও প্রাপ্তি দেবনাথ এর গীতাপাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ কলকলিয়ার সাধারন সম্পাদক পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠান এর শুরুতে সংবর্ধিত অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরন করার পাশা-পাশি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান এর আলোচনা পর্ব শেষে ২২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সম্মাননা স্বরূপ নগদ অর্থ তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এবং এসময় এই ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোঃ খায়রুল ইসলাম এর সুযোগ্য কন্যা অত্র ট্রাস্টের সদস্য কানিজ ফাতেমা ইসলাম নিজ অর্থায়নে হতদরিদ্র এক শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করেছেন।
এছাড়াও প্রিয়জন ফাউন্ডেশন এর পক্ষ থেকে অত্র ফাউন্ডেশনের সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক এনামুল হক লিলু ও সহ-সভাপতি শফিক আহমদ আটপাড়া উচ্চ বিদ্যালয়, সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় শিক্ষক -শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ